Thursday 15 June 2017

YouTube singer Austin Jones arrested on child pornography charges

Austin Jones was charged with two counts of production of child pornography, according to a complaint filed on Tuesday in US District Court in Chicago, where he appeared.
He is being held in federal custody pending another hearing on Thursday.
Jones has racked up millions of views on YouTube, a unit of Alphabet Inc, with his covers of pop songs and has more than 200,000 followers across his Twitter, Instagram and YouTube channels.
Jones' attorney Gerardo Solon Gutierrez said by phone that the singer was "innocent until proven guilty."
His arrest marked another scandal involving YouTube's social media personalities. In February, YouTube and Walt Disney Co cut ties with influential Swedish social media star PewDiePie, who boasted some 53 million YouTube followers, after he posted a series of videos deemed anti-Semitic.
According to the federal complaint, Jones used Facebook and Apple Inc's iMessage service to request sexually explicit videos from girls aged about 14 to 15.
The documents allege that Jones sent numerous messages to two 14-year-old female fans from 2016 and 2017 in which he instructed them to expose their genitals in videos sent to him through Facebook.
A review of his social media activities showed that "his primary fan base appears to be teenage girls," the court documents said, adding that Facebook shut down Jones' page a month ago due to his involvement with minors on the network.
Facebook Inc said in a statement on Wednesday: "We have zero tolerance for sharing or soliciting child exploitative images or videos on Facebook, and we cooperate with law enforcement agencies that investigate these crimes."
Representatives for YouTube and Apple did not immediately respond to requests for comment

Note: This news Copey by http://bdnews24.com/

Bob Dylan accused of borrowing some of Nobel lecture from study guide

The singer-songwriter's remarks on how the book "Moby Dick" influenced him bear a close similarity to the SparkNotes summaries of the Herman Melville classic novel, according to an analysis on Slate.com.
SparkNotes.com provides study guides for students in literature and other fields.
Author Andrea Pitzer, writing on Slate.com on Tuesday, listed some 20 sentences from the portion of Dylan's lecture on "Moby Dick" that closely resembled phrases or ideas on the SparkNotes website on the book.
They included lines from Dylan's online lecture such as "Ahab's got a wife and child back in Nantucket that he reminisces about now and then."
The entry from SparkNotes reads "musing on his wife and child back in Nantucket," Pitzer noted.
Dylan's representatives did not return calls for comment on Wednesday. Dylan, whose songs include "Blowin' in the Wind," "The Times They Are A-Changin" and "Like a Rolling Stone," has admitted in the past that he draws from other influences.
In a 2012 interview with Rolling Stone magazine, he brushed aside criticism that he plagiarized the work of other artists by saying: "It's called songwriting. It has to do with melody and rhythm, and then after that, anything goes. You make everything yours. We all do it."
The media-shy Dylan, 76, delivered his lecture to the Swedish Academy last week just within the six-month time limit set by the organization in order for Nobel laureates to receive the 8 million crowns ($900,000) that goes with the prize. He chose not to attend the annual ceremony and banquet in Stockholm.
"If the Moby Dick portion of his Nobel lecture was indeed cribbed from SparkNotes, then what is the world to make of it? Perhaps the use of SparkNotes can be seen as a sendup of the prestige-prize economy," said Pitzer.

Note: Copey by bdnews24.com

Wildfire smoke may be worse for climate than thought

Brown carbon particles released into the air from burning trees and other organic matter are much more likely than previously thought to travel to the upper levels of the atmosphere, where they can interfere with rays from the Sun -- sometimes cooling the air and at other times warming it, the findings showed.
"Most of the brown carbon released into the air stays in the lower atmosphere, but we found that a fraction of it does get up into the upper atmosphere, where it has a disproportionately large effect on the planetary radiation balance - much stronger than if it was all at the surface," said Rodney Weber, Professor at Georgia Institute of Technology in the US.
The research used air samples collected during two airborne science missions supported by researchers from NASA's Langley Research Center in Hampton, Virginia. The two missions together made observations in the central, southeast and western US.
The researchers found surprising levels of brown carbon in the samples taken from the upper troposphere -- about seven miles above the Earth's surface -- but much less black carbon, according to the study published online in the journal Nature Geoscience.
While black carbon can be seen in the dark smoke plumes rising above burning fossil or biomass fuels at high temperature, brown carbon is produced from the incomplete combustion that occurs when grasses, wood or other biological matter smolders, as is typical for wildfires.
As particulate matter in the atmosphere, both can interfere with solar radiation by absorbing and scattering the Sun's rays.
The researchers found brown carbon to be much more likely than black carbon to travel through the air to the higher levels of the atmosphere where it can have a greater impact on climate.

Thursday 18 May 2017

পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ি গোষ্ঠীর জানা অজানা তথ্য নিয়ে সাংবাদিক সাগর সরোয়ারের বই - কর্নেলকে আমি মনে রেখেছি

বই : কর্নেলকে আমি মনে রেখেছি
লেখক : সাগর সরোয়ার
প্রকাশনী : ভাষাচিত্র
মোট পৃষ্ঠা : ৮৭
প্রথম প্রকাশ : একুশে বইমেলা ২০১১

পাবর্ত্য চট্টগ্রামের শান্তিবাহিনী গঠন, সেনাবাহিনীর ভূমিকা, তৎকালীন সরকার এবং সেনাবাহিনীর ধারা পাহাড়ি গোষ্ঠীর উপর নির্যাতন, অবৈধ ভাবে কাপ্তাই বাঁধ নির্মাণ, এই শান্তিবাহিনী কে শেল্টার-ই বা দিত কে? কোন স্বার্থে ? প্রভৃতি তৎকালীন ইস্যু নিয়ে এই বইটি।
বইতে অনেক কিছুই বিস্তারিত বলা নেই। কয়েক পৃষ্ঠা পর হঠাৎ একটা লাইন। পড়ে পাঠকই ঠিক করুন এই লাইনের অর্থ কি। এই ব্যাপার টাই ভালো। ভালো খারাপ পাঠকই চিন্তা করে বেছে নিক।

বইয়ের লেখক সাংবাদিক সাগর সরোয়ার। হ্যাঁ সাগর-রুনি এর সেই সাগর। একজন সত্য সাংবাদিক ছিলেন। তার অনেক সোর্স ছিল, অনেক খবর আসতো, শুধু আসেনি তাকে মেরে ফেলার পরিকল্পনার খবর টি।

না, তার হত্যাক্যান্ডের সাথে সম্পর্কিত কোন বিষয় এই বইতে নেই। কিন্তু সেই ১৯৫৬ সাল কিংবা তারও আগে থেকে পাহাড়িদের সাথে যে অবহেলা, নির্যাতন হয়েছে তার কিঞ্চিৎ বর্ণনা আছে।

বেক্তিগত রেটিংঃ ৪/৫




Sunday 7 May 2017

ভোক্তা অধিকার আইন কী? কেন এ আইন

আপনি কি জানেন ভোক্তা অধিকার আইন কী? আপনি, আমি, আমরা যারা টাকা দিয়ে কোন সেবা বা দ্রব্য কিনে থাকি তারাই হচ্ছি ভোক্তা। অনেকেই হয়ত ভাবেন আমি এ আইন যেনে কি করব। প্রত্যেকেরেই এ আইন সম্পর্কে জানা এবং তা কি ভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে অবগত হওয়া জরুরি। তাহলে আপনি, আমি বা আমরা প্রতারিত হওয়ার কোন সুযোগ থাকবে না। খুব সহজেই আপনি আপনার অধিকার পেতে পারেন এই আইনের মাধ্যমে।


যা ভোক্তা অধিকার আইনের বিরোধী?
কোন পণ্য বা সেবা নির্ধারিত মূল্যেরে চেয়ে বেশি মুল্যে বিক্রি করা ভোক্তা অধিকার আইনের বিরোধী। কোমল পানিয় থেকে শুরু করে যেকোনো খাবারে বেজাল বা বিষাক্ত বা রাসায়নিক পদার্থ মিশানো। মিথ্যা বা চটকধার  বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে নিম্নমানের পণ্য কিনতে উদ্বুদ্ধ করা। পণ্যের গুণগত মান  অনুযায়ী দাম বেশি নেয়া বা সে অনুযায়ী সেবা প্রদান না করা। ওজনে বা পরিমাপে কম দেওয়া। নকল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ তৈরি বা বিক্রি। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এ আইনের অন্তরভুক্ত। সরকারি যেসকল প্রতিষ্ঠান যেমন- পানি, বিদ্যুৎ, গ্যাস, পয়নিস্কাশন, যোগাযোগের কাজে নিয়োজিত। সেবার তুলনায় বেশি অর্থ নিচ্ছে বা সে অনুযায়ী সেবা বা পণ্য পাচ্ছেন না তা নিয়েও ভোক্তা অধিকার আইনের সহায়তা নিতে পারেন। সহজ কথায় যে জিনিস বা সেবা অর্থের বিনিময়য়ে যথার্থ ভাবে না পাওয়া যায়, তাই ভোক্তা অধিকার আইনের বিরোধী।


ভোক্তা যেভাবে প্রতিকার পেতে পারেন
এ আইনের মাধ্যমে একজন ভোক্তা তার অধিকার পেতে পারেন। যদি মনে করেন কোন পণ্য কিনে বা সেবা নিয়ে আপনি প্রতারিত হয়েছেন, কিংবা মানের তুলনায় অর্থ বেশি নিয়েছে। সেবা বা পণ্য ক্রয়ের এক মাস বা ৩০ দিনের মধ্য আপনি ভোক্তা আইনের অধিনে সম্পূর্ণ বিনামূল্যে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। যার জন্য আপনাকে ঐ সেবা বা পণ্য ক্রয়ের রশিদসহ লিখিত অভিযোগ করতে হবে। প্রথমিক তযন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিদপ্তরে নিজ থেকেই মামলা করবে।


এ আইনে সাজা
যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ভোক্তা বিরোধী কাজের জন্য সর্বনিম্ন এক বছর থেকে  তিন বছরের জেলসহ পঞ্চাশ হাজার থেকে দুই লাক্ষ টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। বা উভয় দন্ডের বিধান রয়েছে। আর্থিক জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারী ক্ষতি পূরণ বাবদ পেয়ে থাকেন।

যদি আরও বিস্তারিত ভাবে এ আইন সম্পর্কে যানতে চান নিচের লিঙ্কে ক্লিক করেন 
বাংলাদেশের জন্য- http://bdlaws.minlaw.gov.bd/bangla_pdf_part.php?id=1014
আমেরিকা -এর জন্য-  https://www.usa.gov/state-consumer

follow দিয়ে সঙ্গে থাকুন

Saturday 6 May 2017

সংবাদপত্রের পরিভাষা (পর্ব-৩)

বাইফোকাল মাইন্ড (Bifocal mind):
সোজা কথায় "বাইফোকাল মাইন্ড" মানে দ্বিমুখী মন। কোন কিছু চোখে দেখা আর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি থেকে দেখার শক্তিকে দ্বিমুখী মন বা বাইফোকাল মাইন্ড বলে। যেমন- একজন বয়সী ব্যক্তির চশমার মধ্যে কাছে ও দূরে দেখার যে শক্তি বা পাওয়ার থাকে, সাংবাদিকতা বৃত্তির মানুষের মনের ক্ষেত্রটাও সেই বাইফোকাল চশমার মত দ্বিমুখী। তাই সাংবাদিকতা বৃত্তির মানুষজনের মধ্যে দ্বিমুখী সত্তা কাজ করে বা করতে হয়।

ব্লক (Block):
কোন ধাতব প্লেটের ওপর খোদাই কোন মানুষ বা জীব-জন্তুর ছবি অথবা নকশা অঙ্কন করে ছবির প্রতিরূপ উৎপাদনকে ব্লক বলে। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি আসার কারণে ব্লকের মাধ্যমে ছবি তৈরির প্রচলন নাই বললেই চলে।

বক্স (Box):
ছোট অথচ মজাদার কিংবা ব্যতিক্রমী বা শোকাবহ সংবাদবিবরণীর চার পাশে রেখাবেষ্টিত করে দেয়াকে বক্স বলে। আর এ ধরনের রেখাবেষ্টিত সংবাদবিবরণীকে বক্স স্টোরি(box story) বলে।

ব্যুরো (Bureau):
কোন সংবাদ সংগ্রহকারী প্রতিষ্ঠানের আঞ্চলিক সংবাদ সংগ্রহ কেন্দ্র ও প্রেরণের স্থানকে ব্যুরো বলে।

ক্যাপশন (Caption):
সংবাদপত্র বা সাময়িকীতে প্রকাশিত কোন আলোকচিত্রের পরিচিতিকেই ক্যাপশন বলে। তবে এক সময় ছবি বা কোন ইলাস্ট্রেশনের ওপরে পরিচয়জ্ঞাপক শিরোনামকেও ক্যাপশন বলা হতো।

সিটি এডিটর (City editor):
নগরী ও তার আশপাশের সংবাদ-ঘটনাসমূহ কাভারের কাজে নিয়োজিত রিপোর্টের বা প্রতিবেদকদের কর্মকাণ্ডের দায়িত্বে নিয়োজিত সম্পাদককে সিটি এডিটর বলে।

কপি এডিটর (copy editor):
যে ব্যাক্তি কপি সম্পাদনার কাজ করেন তিনিই কপি এডিটর। তাঁকে কপি রিডারও বলে।

কাব (Cub):
সাংবাদিকতা পেশায় একেবারে নতুনদের কে কাব বলে। সহজ কথায় নবীন শিক্ষার্থী। 

বিঃদ্রঃ- পরবর্তী পর্ব শীঘ্রই আসছে
Following দিয়ে সঙ্গে থাকুন।

Thursday 4 May 2017

সংবাদপত্রের পরিভাষা (পর্ব-২)

অ্যাড (Add):
মূল সংবাদের সঙ্গে বাড়তি কোন অংশ সংযুক্ত করার জন্য কম্পোজিটারদের প্রতি দিক নির্দেশনাকে অ্যাড বলে।

অ্যাসাইনমেন্ট (Assignment):
একটি সংবাদপত্র তার রিপোর্টারদের জন্য প্রদত্ত নির্দিষ্ট কাজের দায়িত্বকে অ্যাসাইনমেন্ট(Assignment) বলে।

বিট (Beat):
একজন সংবাদকর্মী যখন কোন সুনির্দিষ্ট একটি বিষয় বা একটি ভৌগোলিক এলাকা নিয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়জিত থাকেন সেটাকেই বিট বিলে।

বডি (Body):
একটি সংবাদবিবরণির শিরোনাম ছাড়া পুরো কাঠামোকে বডি বলে।

বডি টাইপ (Body type):
সংবাদবিবরণী কম্পোজের জন্য সাধারণত যে সাইজের টাইপ ব্যবহার করা হয় তাকে বডি টাইপ বলে। যেমন- ১২; ১৩ পয়েন্টের টাইপ।

ব্যানার (Banner):
সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার ওপরের অংশের ভাঁজের মাথায় পুরো পৃষ্ঠা জুড়ে বা প্রথম কলাম থেকে আট কলাম পর্যন্ত বিস্তৃত শিরোনামকে ব্যানার বলে। যাকে বাংলায় ফলাও শিরোনামও বলে।

ব্লো-আপ (Blow up):
কোন ছবি বা মুদ্রিত বিষয়কে বড় করা কে ব্লো-আপ বলে।

বয়েল বা বয়েল ডাউন (Boil or boil down):
কোন সংবাদবিবরণীকে প্রয়োজন অনুসারে কাটছাঁট করাকে বয়েল বা বয়েল ডাউন বলে।

বুলেটিন (Bulletin):
শেষ মুহূর্তের কোন তাৎপর্যপূর্ণ ও অপ্রত্যাশিত সংবাদকে বুলেটিন বলে।

বাইলাইন (Byline):
কোন সংবাদবিবরণীর উপরে ছাপা সংশ্লিষ্ট সংবাদকর্মীর বা রিপোর্টারে নামকে বাইলাইন বলে। অনেক সময় একে বাইলাইন স্টোরিও বলা হয়।

>>>>>পরবর্তী পর্ব http://dailylangol.blogspot.com/2017/05/blog-post_6.html

Following দিয়ে সঙ্গে থাকুন।