Tuesday, 2 May 2017

তথ্য অধিকার আইন কী এবং কেন

আপনি কী জানেন? তথ্য অধিকার আইন কি, কেন বা কিসের জন্য এ আইন? উত্তরে হয়ত অনেকেই বলবেন জানিনা! বা যেনে কি করবো এটা আইনজীবীদের কাজ। কিন্তু আপনার এ ধারণাটি সম্পূর্ণ ভুল।

তথ্য অধিকার আইন একটি রাষ্ট্রে বসবাসরত সাধারণ জনগণের স্বাধীন ভাবে তথ্য পাওয়া সংক্রান্ত আইন। এ ধরনের আইন প্রায় ৭০টির বেশী রাষ্ট্রে প্রচলিত আছে। সুইডেনে প্রথম এ আইনের  প্রবর্তন হয়। ১৭৬৬ সালে প্রবর্তিত এই আইনকে সংবাদপত্রের স্বাধীনতা আইন নামে ব্যাখ্যা দেওয়া হয়।

তথ্য অধিকার আইন একটি প্রক্রিয়া। যার মাধ্যমে ঐ রাষ্ট্রের জনগণ সরকারি তথ্য পেয়ে থাকে। অনেক রাষ্ট্রে তথ্য প্রাপ্তির অধিকার সাংবিধানিক ভাবে স্বীকৃত। বাংলাদেশের সংবিধানেও তথ্য অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। চিন্তা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার কথা সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে। তবে এ বিষয়ে মৌলিক অধিকারের উপর কিছু যুক্তি সংগত কারণও রয়েছে। তাই সকলের উচিৎ তথ্য অধিকার আইন সম্পর্কে জানা এবং তার যথার্থ প্রয়োগ করা।
আপনাদের সুবিধার্থে তথ্য অধিকার আইনের লিঙ্ক দেওয়া হলঃ-  http://bdlaws.minlaw.gov.bd/bangla_pdf_part.php?act_name=&vol=&id=1011

No comments:

Post a Comment