Wednesday, 3 May 2017

সংবাদপত্রের পরিভাষা (পর্ব-১)

সাংবাদিকতা মানেই তো সংবাদ। সংবাদপত্র, সাময়িকী, জার্নাল সহ সকল মুদ্রণ মাধ্যমের মধ্য দিয়ে সেই বিবরণী প্রকাশিত বা প্রচারিত হয়। যা সহজেই ভোক্তার হাতের মুঠোই পৌছায়। তার জন্য একজন সংবাদকর্মী বা সাংবাদিকে মেধা, মনন আর পরিশ্রমীর পাশা-পাশি তার দক্ষতা এবং নৈপুণ্যতা। আর এই পেশায় কাজের জন্য প্রয়োজন সংবাদিকতা পেশার জ্ঞান।





এবিসি (ABC):
যার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে "অডিট ব্যুরো অফ সার্কুলেশন"। প্রত্যেকটি পত্রিকা, সাময়িকী তে এ বিভাগ বিদ্ধমান। যা ঐ পত্রিকা, সাময়িকীর প্রচার সংখ্যা নিরূপণ করে থাকে।

অ্যাড (Add):
ইংরেজি Advertisement আর সংকিপ্ত রূপ। সহজ করে বললে "বিজ্ঞাপন"। পত্রিকা, সাময়িকীতে যে বিজ্ঞাপন দেওয়া হয়।

অ্যাডভান্স (Advance):
ভবিষ্যতে কোন বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। এ বিষয়ে আগাম রিপোর্ট বা প্রতিবেদন কে অ্যাডভান্স বলে।

আর্টিকেল (Article):
সংবাদপত্র বা সাময়িকীতে প্রকাশিত নিবন্ধঙ্কে আর্টিকেল বলে। যার মধ্য প্রচুর তথ্য থাকে।

অ্যাঙ্গেল (Angel):
একটি সংবাদ ঘটনার অনেকগুলো দিক থাকতে পারে। একজন রিপোর্টার বা প্রতিবেদক তাঁর পত্রিকার নীতি অনুসারে সে কোন দিকটিকে গুরুত্ব দিয়ে কাজ করে তাই অ্যাঙ্গেল।
 
>>>>>পরবর্তী পর্ব http://dailylangol.blogspot.com/2017/05/blog-post_4.html
Following দিয়ে সঙ্গে থাকুন।

No comments:

Post a Comment