Monday, 1 May 2017

কবি, কবিতা, গান, মেহনতি মানুষের মুক্তি মানেই তো "কাজী নজরুল ইসলাম"-- (১)

অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব "কাজী নজরুল ইসলাম"। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

নজরুলের সাহিত্যকর্ম এবং তার বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অবিভক্ত বাংলার পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রামশুরু হয়। যার প্রেক্ষিতে ইংরেজ সরকার তাঁর কয়েকটি গ্রন্থ ও পত্রিকা নিষিদ্ধ করে এবং তাঁকে কারাদন্ডে দন্ডিত করে। ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদে তিনি আদালতে লিখিত রাজবন্দীর জবানবন্দী দেন এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করেন। "রবীন্দ্রনাথ ঠাকুর" তাঁকে সমর্থন জানিয়ে গ্রন্থ উৎসর্গ করে শ্রদ্ধা জানান।

নজরুলের কবিতায় ব্যতিক্রমি এমন সব বিষয় ও চয়ন ব্যবহার করা হয়েছে, যা আগে কখনো ব্যবহৃত হয়নি।  সমকালীন রাজনীতি, সমাজের যন্ত্রণা, মানবসভ্যতার মৌলিক সমস্যাও ছিল তাঁর কবিতার উপজীব্য।



বিঃদ্রঃ- এই সিকুয়েন্সের পরের লেখা শীঘ্রই আসছে

No comments:

Post a Comment