আজ-কাল টকশো, মিছিল, মিটিং, বক্তৃতায় শুধু একটি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হতে দেখা যায় "চেতনা"। যেকোনো প্রসঙ্গে এই শব্দের উল্লেখ প্রায়ই শোনা যায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, অনেককে দেখা যায় "চেতনার" দোহাই দিয়ে ঠিক এর বিপরীত কাজ করে যাচ্ছেন। তাঁদেরকে কে বুঝাবে বা তাঁরা কবে বুঝবে টকশো, মিছিল, মিটিং আর কথার ফুলজুড়ির মানে চেতনা নয়। ঐ যে একটা কথার প্রচলন আছে- "মুখে এক আর বিতরে আরেক"। "চেতনা" "চেতনা" করে চিৎকার কররে কাজের বেলায় ঠিক এর উলঠো।
চেতনা বলার বস্তু না। "চেতনা" অন্তরে ধারণ করে বাস্তবে প্রয়োগ করা। আর হে "চেতনা" মানেই জন্মগত ভাবে আসা। কাউকে বলে কয়ে বা চিৎকার করে "চেতনা" জাগানো যায় না। বাংলাদেশের মানুষ তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে তা থেকে মুক্তি লাভ নিজ ঐতিয্য রক্ষায় সংগ্রাম করেছে, তাকে "চেতনা" বলা যায়। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তর নামেই "চেতনা"। যার ফল ৫২ থেকে শুরু করে ৭১ এ একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিল যা এখনও অনুপ্রেরণা হয়ে আছে।
চেতনা বলার বস্তু না। "চেতনা" অন্তরে ধারণ করে বাস্তবে প্রয়োগ করা। আর হে "চেতনা" মানেই জন্মগত ভাবে আসা। কাউকে বলে কয়ে বা চিৎকার করে "চেতনা" জাগানো যায় না। বাংলাদেশের মানুষ তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে তা থেকে মুক্তি লাভ নিজ ঐতিয্য রক্ষায় সংগ্রাম করেছে, তাকে "চেতনা" বলা যায়। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তর নামেই "চেতনা"। যার ফল ৫২ থেকে শুরু করে ৭১ এ একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিল যা এখনও অনুপ্রেরণা হয়ে আছে।
No comments:
Post a Comment