Saturday 29 April 2017

কাজী নজরুল ইসলাম



বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,

   কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!

     কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে

     ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!

   যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! 
------কাজী নজরুল ইসলাম

কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত তিনি কবি “নজরুল”। শুধুই কী তাই? তিনি বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী। তাঁর কবিতায় সকল অসংগতির বিরুধ দৃষ্টিভঙ্গির কারণে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। 


দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার 
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার! 

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, 
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? 
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। 
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। 
------কাজী নজরুল ইসলাম