Thursday, 4 May 2017

সংবাদপত্রের পরিভাষা (পর্ব-২)

অ্যাড (Add):
মূল সংবাদের সঙ্গে বাড়তি কোন অংশ সংযুক্ত করার জন্য কম্পোজিটারদের প্রতি দিক নির্দেশনাকে অ্যাড বলে।

অ্যাসাইনমেন্ট (Assignment):
একটি সংবাদপত্র তার রিপোর্টারদের জন্য প্রদত্ত নির্দিষ্ট কাজের দায়িত্বকে অ্যাসাইনমেন্ট(Assignment) বলে।

বিট (Beat):
একজন সংবাদকর্মী যখন কোন সুনির্দিষ্ট একটি বিষয় বা একটি ভৌগোলিক এলাকা নিয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়জিত থাকেন সেটাকেই বিট বিলে।

বডি (Body):
একটি সংবাদবিবরণির শিরোনাম ছাড়া পুরো কাঠামোকে বডি বলে।

বডি টাইপ (Body type):
সংবাদবিবরণী কম্পোজের জন্য সাধারণত যে সাইজের টাইপ ব্যবহার করা হয় তাকে বডি টাইপ বলে। যেমন- ১২; ১৩ পয়েন্টের টাইপ।

ব্যানার (Banner):
সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার ওপরের অংশের ভাঁজের মাথায় পুরো পৃষ্ঠা জুড়ে বা প্রথম কলাম থেকে আট কলাম পর্যন্ত বিস্তৃত শিরোনামকে ব্যানার বলে। যাকে বাংলায় ফলাও শিরোনামও বলে।

ব্লো-আপ (Blow up):
কোন ছবি বা মুদ্রিত বিষয়কে বড় করা কে ব্লো-আপ বলে।

বয়েল বা বয়েল ডাউন (Boil or boil down):
কোন সংবাদবিবরণীকে প্রয়োজন অনুসারে কাটছাঁট করাকে বয়েল বা বয়েল ডাউন বলে।

বুলেটিন (Bulletin):
শেষ মুহূর্তের কোন তাৎপর্যপূর্ণ ও অপ্রত্যাশিত সংবাদকে বুলেটিন বলে।

বাইলাইন (Byline):
কোন সংবাদবিবরণীর উপরে ছাপা সংশ্লিষ্ট সংবাদকর্মীর বা রিপোর্টারে নামকে বাইলাইন বলে। অনেক সময় একে বাইলাইন স্টোরিও বলা হয়।

>>>>>পরবর্তী পর্ব http://dailylangol.blogspot.com/2017/05/blog-post_6.html

Following দিয়ে সঙ্গে থাকুন।

No comments:

Post a Comment