Thursday 18 May 2017

পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ি গোষ্ঠীর জানা অজানা তথ্য নিয়ে সাংবাদিক সাগর সরোয়ারের বই - কর্নেলকে আমি মনে রেখেছি

বই : কর্নেলকে আমি মনে রেখেছি
লেখক : সাগর সরোয়ার
প্রকাশনী : ভাষাচিত্র
মোট পৃষ্ঠা : ৮৭
প্রথম প্রকাশ : একুশে বইমেলা ২০১১

পাবর্ত্য চট্টগ্রামের শান্তিবাহিনী গঠন, সেনাবাহিনীর ভূমিকা, তৎকালীন সরকার এবং সেনাবাহিনীর ধারা পাহাড়ি গোষ্ঠীর উপর নির্যাতন, অবৈধ ভাবে কাপ্তাই বাঁধ নির্মাণ, এই শান্তিবাহিনী কে শেল্টার-ই বা দিত কে? কোন স্বার্থে ? প্রভৃতি তৎকালীন ইস্যু নিয়ে এই বইটি।
বইতে অনেক কিছুই বিস্তারিত বলা নেই। কয়েক পৃষ্ঠা পর হঠাৎ একটা লাইন। পড়ে পাঠকই ঠিক করুন এই লাইনের অর্থ কি। এই ব্যাপার টাই ভালো। ভালো খারাপ পাঠকই চিন্তা করে বেছে নিক।

বইয়ের লেখক সাংবাদিক সাগর সরোয়ার। হ্যাঁ সাগর-রুনি এর সেই সাগর। একজন সত্য সাংবাদিক ছিলেন। তার অনেক সোর্স ছিল, অনেক খবর আসতো, শুধু আসেনি তাকে মেরে ফেলার পরিকল্পনার খবর টি।

না, তার হত্যাক্যান্ডের সাথে সম্পর্কিত কোন বিষয় এই বইতে নেই। কিন্তু সেই ১৯৫৬ সাল কিংবা তারও আগে থেকে পাহাড়িদের সাথে যে অবহেলা, নির্যাতন হয়েছে তার কিঞ্চিৎ বর্ণনা আছে।

বেক্তিগত রেটিংঃ ৪/৫




No comments:

Post a Comment